কমলগঞ্জে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৪, ৬:০৩:৩৫ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান সার্বজনীন শিব মন্দিরে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে ৫ দিনব্যাপী রাধাকৃষ্ণের ৭৩ তম ঝুলনযাত্রা। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে এ বছর মেলা বসেনি। গত ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হলে সোমবার এ উৎসবের সমাপ্তি ঘটে।
দীর্ঘ ৭৩ বছর ধরে আলীনগর চা বাগান পঞ্চায়েত ও রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা কমিটির আয়োজনে সার্বজনীন শিব মন্দির প্রাঙ্গণে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব পালন করা হচ্ছে। সিলেট বিভাগের সবচেয়ে বড় ঝুলনযাত্রা হিসেবে পরিচিত আলীনগর চা বাগানের ঝুলনযাত্রায় প্রতিবছর দুর দুরান্ত থেকে শিশু, কিশোর, নারী পুরুষ সনাতনী ভুক্তবৃন্দ ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন এ উৎসবে আসেন। তবে এ বছর উপস্থিতি কম ছিল।
গত রোববার রাতে আলীনগর চা বাগানে ঝুলনযাত্রা উৎসব পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ রাজনৈতিক নেতবৃন্দ।