সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৪, ৬:০৬:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সভায় আরো বক্তব্য রাখেন-জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আকবর আলী, আ ত ম মিসবাহ, সেলিম উদ্দিন আহমদ, এ্যাডভোকেট শেরেনুর আলী, মোঃ রেজাউল হক, নাসিম উদ্দির লালা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম দিলু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সুহেল মিয়া, লিয়াকত আলী, মুরাদ আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন শহিদ, লুৎফুর রহমান, আব্দুল কদ্দুছ শিপন, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ইমন, নুর জালাল মন্টি, শামীম আহমদ, দপ্তর সম্পাদক এ এস রিপন, সহ দপ্তর সম্পাদক নিয়ামত উল্ল্যাহ, সৈয়দ মুহাদ্দিস, সাকিরিন আহমদ খোকন, মঈনুল ইসলাম, গোলাম রাব্বি জুহিন, মনোয়ার হোসেন ও মুজাহিদুল ইসলাম শিপলু প্রমুখ।