শান্তিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৪, ৬:২৬:২৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের শাসনামলে সীমাহীন দুর্নীতি, গুম, খুন ও গণহত্যায় অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিনের নির্দেশনায় শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে এই বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি পাগলাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে পাগলাবাজার ব্রিজে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান।
এসময় উপজেলা বিএনপি নেতা আউয়াল উদ্দিন, কমর আলী, আব্দুল লতিফ, আখতারুজ্জামান বাবুল, শামসুদ্দিন, কাজি আতিক মিয়া, ইমরুল কয়েছ, মামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, শহিদুল ইসলাম, ফরিদ উদ্দিন, মুহিবুর রহমান মানিক, উপজেলা যুবদলের সদস্য মাসুম আহমদ, যুবদল নেতা আব্দুল বাছিত, সালাম মিয়া, নুরুল আমিন, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, আলতা মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম, যুবদল নেতা জাহাঙ্গীর, শাহেদ, আশরাফ, সিজিল আহমদ রনি, মনসুর আলম, শিব্বির আহমদ, কাজি আতিক, উবায়দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফরমান উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা মামুনুর রশিদ, নাছির আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, উপজেলা ছাত্রদলের সদস্য জোনাক আহমদ, ইমরান হোসেন নাছির আলী, পাপ্পুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।