দিরাইয়ে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারি লিটন দাস কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৪, ৬:২৭:৫৫ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে লিটন চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রী নারায়নপুর গ্রামের রনধীর দাসের ছেলে। শনিবার সন্ধ্যা ৭ টায় শ্রী নারায়নপুর তার নিজ বাড়ি থেকে সেনাবাহিনী ও দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এদিকে, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে দিরাই থানা পয়েন্টে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল শুরু হয়। তার ফাঁসির দাবিতে রাস্তায় নেমে পড়ে শত শত তৌহিদী জনতা। দিরাই থানা পুলিশ জানায়, অভিযুক্ত লিটন চন্দ্র দাস নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লি ও নবী প্রেমিদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত লিটনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রোববার লিটন দাসকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।