গোলাপগঞ্জে সাংবাদিক তুরাবসহ শহীদদের স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৪, ৭:৪২:৫৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে দৈনিক জালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক এ.টি.এম তুরাবসহ গোলাপগঞ্জের ৭ শহীদ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টায় পৌর শহরের মার্ভেলাস টওয়ারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদিস মাওলানা ওয়ারিছ উদ্দিন।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ প্রতিনিধি আব্দুল আহাদ, মানবজমিন প্রতিনিধি এম আব্দুল জলিল, সিলেটের ডাক প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, উত্তরপূর্ব প্রতিনিধি এনামুল হক এনাম, সিনিয়র সাংবাদিক শহিদুর রহমান সুহেদ, মাহবুবুর রহমান চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি হারিছ আলী, সাংবাদিক ইমরান আহমদ, আনোয়ার হুমায়ুন, যায়যায়দিন প্রতিনিধি কে.এম আব্দুল্লাহ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জাহিদ উদ্দিন, পূন্যভূমি প্রতিনিধি দেলোয়ার হোসেন মাহমুদ, সাংবাদিক ইমরান আহমদ, আনোয়ার হুমায়ুন, দৈনিক দিনকাল প্রতিনিধি ফাহাদ আহমদ, এনটিভি ইউরোপ প্রতিনিধি ফাহিম আহমদ, ইনকিলাব প্রতিনিধি ডি এইচ মান্না, সাপ্তাহিক সোনালী সিলেটের হাবিবুর রহমান, প্রথম আলো উত্তর আমেরিকা প্রতিনিধি সামিল হোসেন, দৈনিক সংগ্রামের রিমন আহমদ, সাংবাদিক নজমুল ইসলাম, হাবিবুর রহমান, সমাজসেবী সুজন আহমদ, অনলাইন জিবি টেলিভিশনের তামিম আহমদ, সাইদুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।