গোলাপগঞ্জে ছাত্র আন্দোলনে আহতদের পাশে জমিয়ত
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৪, ৭:৪৪:৫৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। সোমবার বিকেলে নেতাকর্মীরা উপজেলার আহত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের খোঁজখবর নেন। এসময় তাঁরা আহতদের পরিবারের হাতে তাদের চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া, সহ সভাপতি মুফতি মাওলানা মাহফুজ আহমদ, শামসুদ্দিন বানীগ্রামী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন ছালিম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরউদ্দিন, অর্থ সম্পাদক আফসার আহমদ চৌধুরী, যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জামিল আহমদ, যুব জমিয়ত পৌর আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকির, মোঃ মেহদি হাসান, শাকিল আহমদ, মাওলানা মকসুদ আহমদ, ছাত্র জমিয়ত উপজেলার সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি আবু ছালেহ উসমান, সেক্রেটারি হাফিজ নাইম আহমদ, হাফিজ খুবায়েব আহমদ, মাহমুদ বিন মুহাম্মদ, নাসির উদ্দীন, মাওলানা নোমান আহমদ, ইমাদ উদ্দীন, আফসর আহমদ প্রমুখ।