৮ মাস পূর্ণ না হতেই চেয়ার হারালেন সিসিক মেয়র
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৪, ৮:০২:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নির্বাচিত হওয়ার ৮ মাস পূর্ণ না হতেই চেয়ার হারালেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। দেশের ১২টি সিটির সাথে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকেও অপসারণ করা হয়েছে। অপসারণের পর সিসিকে প্রশাসক হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই তালিকায় থাকা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বছর পূর্ণের আগেই হারালেন নগরভবনের মেয়রের চেয়ার। গত ৫ আগ শেখ হাসিনা সরকার পতনের দিন থেকে তিনি লাপাত্তা রয়েছেন।
প্রসঙ্গত- গত বছরের ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন হয়। এ নির্বাচনে দলীয় নির্দেশে মেয়র প্রার্থী হননি বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক দুই বারের মেয়র আরিফুল হক চৌধুরী। ২১ জুনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পান ৫০ হাজার ৮৬২ ভোট।
পরে ওই বছরের ৭ নভেম্বর নগরভবনে মেয়রের বসে দায়িত্ব গ্রহণ করেন আনোয়ারুজ্জামান। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে লাপাত্তা ছিলেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ অনুযায়ী সোমবার মেয়রের পদ হারালেন আনোয়ারুজ্জামান।
এদিকে ছাত্র আন্দোলনে শাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় সিলেটে দায়েরকৃত মামলায় তাকে আসামী করা হয়েছে।