শিবেরবাজারে ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৪, ৮:৪১:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শিবেরবাজার থেকে ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। রোববার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে মহানগরীর জালালাবাদ থানার ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও বাজার এলাকা থেকে এসব চিনি উদ্ধার করে শিবেরবাজার ফাঁড়ি পুলিশের একটি দল। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জালালাবাদ থানার শিবেরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৫ লাখ টাকা মূল্যের একটি ট্রাকসহ ৩০ বস্তা চিনি জব্দ করেছে। এসময় আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের মাধ্যমে এজাহার দাখিলের প্রস্তুতি চলছে।