সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৪, ৮:৫৮:১৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম পদত্যাগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি এই পদত্যাগ পত্র জমা দেন। সোমবার (১৯ আগস্ট) কলেজের শিক্ষক ও ছাত্রজনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
দীর্ঘদিন থেকে অধ্যক্ষ নজরুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক ও ছাত্ররা আন্দোলন করে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্রজনতার অভ্যুত্থানে সরকার পতনের পর তিনি আর কলেজে আসেননি। চলতি মাসের ১১ তারিখ থেকে অধ্যক্ষ নজরুল ইসলামের পদত্যাগের জন্য মানববন্ধন ও প্রতিবাদ সভা করে আসছেন কলেজের শিক্ষক ও ছাত্রজনতা। সোমবার তিনি কলেজে আসলে শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্ররা তাকে অবরুদ্ধ করেন। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র দেন। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ আলমকে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন, কলেজের গভর্ণিং বডির সভাপতি হিসেবে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এসময় কলেজের অন্যান্য শিক্ষকগণও উপস্থিত ছিলেন।