ইক্বরা ইন্টারন্যাশনালের নতুন কমিটির সাথে চ্যানেল এস-এর বৈঠক
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৪, ৬:১২:৩৭ অপরাহ্ন
সংবাদদাতা:
যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনাল-এর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। সম্প্রতি চ্যারিটি কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চ্যারিটি পার্টনার চ্যানেল এস-এর সাথে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
চ্যানেল এস-এর বোর্ডরুমে অনুষ্ঠিত এই বৈঠকে চ্যানেল এস-এর পক্ষে চ্যানেল এস-এর কর্ণধার মাহি ফেরদৌস জলীল, হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান ও ইক্বরা ইন্টারন্যাশনাল-এর পক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, সেক্রেটারী শাহ রেদওয়ানুর রহমান, এসিসট্যান্ট সেক্রেটারী ব্যারিস্টার খালেদ নূর, ট্রেজারার রোকেয়া খাতুন ও ট্রাস্টি আবুল হাসনাত চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও ইক্বরা ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুকতাবিস-উন-নূর এসময় উপস্থিত ছিলেন।