ওসমানীনগরে অগ্নিকান্ডে ৫ লক্ষ টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৪, ৬:১৪:০৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি :
ওসমানীনগরের তাজপুরে অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে আহত হয়েছেন, মিনার হোসেন (৪০) ও মোতাব্বির হোসেন (৩২) নামের দুইজন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা শেখ হাসিনা বার্ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় আধাঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
জানা যায়, গত ১৮ আগস্ট রোববার রাত সাড়ে দশটায় উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আজহার আলী কমপ্লেক্সে আজিজুল মিয়ার মালিকানাধীন সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন লাগে। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মিনার হোসেন ও মোতাব্বির হোসেন আগুনে পুড়ে আহত হয়েছেন। এসময় সিলেট ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পার্শ্ববর্তি ব্যবসায়ী আহমদ আলী বলেন, এখানে গ্যাসের গোডাউনে গ্যাস পরিমাপ করার মেশিন দিয়ে সিলিন্ডার ভর্তি করা হতো বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস স্থানান্তরে এই দুর্ঘটনা ঘটতে পারে।
দোকানের মালিক আজিজুল মিয়া বলেন, আমি ১ আগস্ট দোকান নিয়েছি। মাল লোড করেছি। গতকাল দোকানের সাটার খোলতেই আগুন ছড়িয়ে পড়ে।
তাজপুর ফায়ার সার্ভিসের কর্মী আশরাফুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিভাবে আগুন লেগেছে এর কারণ এখনো উদ্ধার করা যায়নি।