মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৪, ৬:১৫:১১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার শহরের কাশিনাথ রোড থেকে এক আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে কুসুমবাগ এলাকায় সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুপ, পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদল নেতা সেলিম সালাউদ্দিন, জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাইম কবির, জেলা ছাত্রদলে সভাপতি রুবেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্ববায়ক গাজী জাবেদ, যুগ্ম আহ্ববায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্ববায়ক আব্দুল মুমিন, যুগ্ম আহ্ববায়ক আমিরুল ইসলাম ও যুগ্ম আহ্ববায়ক মামুনুর রশিদ প্রমুখ।