নগরীতে বাসদের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৪, ৭:৩৪:১৩ অপরাহ্ন
ছাত্র গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার, হতাহতদের ক্ষতিপূরণ প্রদান, জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ১২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি মাসুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মামুন বেপারি, সংগ্রাম পরিষদের আকবর আলি, তুহিন আহমদ, নুরুল ইসলাম, জুয়েল আহমদ, হারুন আহমদ, ইউসুফ আলী প্রমূখ।
বক্তারা অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ও বৈষম্য বিরোধী আন্দোলনের আকাঙ্খা সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান।