তিন বিসিএস থেকে আরও ৬ জনকে নিয়োগ
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৪, ৮:০৫:০০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ না পাওয়া ২৮তম, ৩৫তম এবং ৪২তম বিসিএসের ৬ জন প্রার্থীকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, ২৮তম, ৩৫তম এবং ৪২তম বিসিএসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে এ ৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫টি বিসিএসে বাদ পড়া ২৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয় সরকার। এ দিন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে ২৮তম বিসিএস থেকে ৪২তম বিসিএস পর্যন্ত ২৫৯ জনকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।