ওসমানীনগরে র্যাবের অভিযানে মাদকসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৪, ৯:৩২:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগর থেকে মাদকসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে ওসমানীনগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার উত্তর আরিপাইল গ্রামের মো. মহররম আলী (৫৮), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার মনোয়ারপুর গ্রামের লাকী আক্তার (৩১), একই থানার জারফাবাদ গ্রামের মোছা. সেলিনা আক্তার (৪৩) ও এই জেলার ভৈরব থানার মিরারচর গ্রামের সুমাইয়া খাতুন (১৯)।