ছাতকে প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের র্যালী
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৬:১৬:২৩ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতকে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহর নেতৃত্বে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড পয়েন্ট এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি বাকি বিল্লাহ’র সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল, স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক ও পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল খান বিপন, মাসুক আহমদ, খলিলুর রহমান, হিফজুর রহমান, রাহেল আহমদ প্রমুখ।
এসময় বিএনপি নেতা আশিদ আলী, কদরুল ইসলাম, মনির উদ্দিন মেম্বার, জাহেদুল ইসলাম আহবাব, বাবুল মিয়া মেম্বার, আব্দুল আলিম, তাজুল ইসলাম তালুকদার, আজর আলী মেম্বার, রুহুল আমিন, জালাল উদ্দিন, আলী হোসেন মানিক ও আব্দুল হাই লিপু, যুবদলের লিজন তালুকদার, খায়ের উদ্দিন, তারেক আহমদ, জয়নাল আবেদীন রফিক, ফখরুল আলম, এড. ফয়জুল আহমেদ পাবেল, তানিমুল ইসলাম, আব্দুল মুনিম মামনুন, আনোয়ার হোসেন, নোমান ইমদাদ কানন, আব্দুল কাইয়ুম, সফিক আলী, শাওন আহমদ, সাইফ উদ্দিন, মানিক মিয়া, বাহা উদ্দিন শাহী, মুহিবুর রহমান, আনোয়ার মিয়া, বদরুল আলম, সাইফুল আলম, কামাল উদ্দিন, ইকবাল হোসেন, সৈয়দ মাহি, মীর কামিল, তুহিন আহমেদ, কাওছার আহমেদ, অনিক মিয়া, রাহুল আহমদ, টিটন দাস, অভি দাস, লাহিন মিয়া, রুবেল আহমদ, শাহীন আহমদ, ছামির আলী, মাহ্মুদ আলী, দিলোয়ার হোসেন ইমরান ও সাইদুল হক রাহেল প্রমুখ।