সুনামগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৬:২১:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের ১ দিনের নোটিশে চাকরিচ্যুত করায় তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপনের অপসারণের দাবীতে এবং আউটসোর্সিং কর্মীদের কর্মস্থলে পুনর্বহালের দাবীতে তৃতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচী পালন করছেন আউটসোর্সিং কর্মীরা। বুধবার সকাল ১০টা থেকে আউটসোর্সিংয়ের কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন আব্দুস শহীদ, মিজান, তামান্না ও সখিনা বেগম প্রমুখ। অবস্থান কর্মসূচিতে ভুক্তভোগী কর্মীরা খুব দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমানকে অপসারণ করে তাদের দাবী মেনে নিয়ে কর্মস্থলে কাজ করার সুযোগ করে দিতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবী জানান। অন্যথায় তারা তাদের আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।