শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৬:২৭:৫০ অপরাহ্ন
গত ১৭ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
মিছিল পরবর্তী সমাবেশে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিগত ১৭ বছর ধরে দেশে বিএনপির হাজার-হাজার নেতাকমীকে গুম খুন, লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে আলেমদের হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে শিশুসহ শত-শত ছাত্র-জনতাকে হত্যা করে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা। ছাত্র আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া গণহত্যাকারী শেখ হাসিনা দ্রুত দেশে এনে বিচার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, উমেদুর রহমান উমেদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, ফকরুল ইসলাম রুমেল, কল্লোল জ্যাতি বিশ্বাস জয়, মোজাহিদুল ইসলাম, জাহাঙ্গীর, জামিল আহমদ, উসমান গনি, আলি আহমদ আলম, মকসুদুল করিম নোহেল, মাসুক আহমদ, এহতেশামুল হক সবুজ, ইসহাক আহমদ, নাসির উদ্দীন রহিম ও সিলেটের ১৩ টি উপজেলা, ৫টি পৌরসভা ও মহানগরীর ৪২টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি