বড়লেখায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৬:২৮:২৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় সৌদিআরব ফেরত যুবক আরিফুল ইসলামের (৩২) রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার হরিপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মাখইর ছেলে।
পরিবারের লোকজনের দাবি আরিফুল আত্মহত্যা করেছে, তবে কারণ নিশ্চিত করতে পারেননি। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে বুধবার দুপুরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে নিহতের বড়ভাই মোহাম্মদ জসিম উদ্দিন থানায় অপমৃত্যু মামলা করেছেন।
জানা গেছে, প্রায় এক বছর আগে আরিফুল ইসলাম সোহেল (৩২) বিয়ে করেন। মনোমালিন্যের কারণে প্রায় ৫ মাস ধরে স্ত্রী বাবার বাড়িতে রয়েছে। বর্তমানে তালাকের প্রক্রিয়া চলমান। রতুলি বাজারে আরিফুল ইসলাম সোহেলের ছোট্ট একটি দোকান রয়েছে। তার বড়ভাই মোহাম্মদ জসিম উদ্দিন জানান, প্রতিদিন আরিফ সন্ধ্যার দিকে দোকানে যায়। মঙ্গলবার রাত পৌণে ৮টা পর্যন্ত দোকানে না যাওয়ায় শয়নকক্ষে গিয়ে ডাকাডাকি করে সাড়াশব্দ মিলেনি। পরে জানালা দিয়ে দেখা যায় সিলিং ফ্যানের সাথে আরিফুল ঝুলে রয়েছে। ধারণা করছেন ডিপ্রেশনে সে আত্মহত্যা করেছে।
থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে বুধবার দুপুরে ময়নাতদন্তে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।