বড়লেখায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৬:২৮:৫৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনাম উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে চেয়ারম্যান এনাম উদ্দিনের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল কাঠালতলী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনও অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা বলেন, এনাম উদ্দিনের অবস্থান ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে। তিনি গণহত্যাকারি পতিত হাসিনা সরকারের নেতাকর্মীদের নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহত করায় সক্রিয় ছিলেন। এইজন্য বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এই আওয়ামী লীগ নেতাকে আর চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদে দেখতে চায় না। অনতিবিলম্বে পদত্যাগ না করলে ছাত্র-জনতা তাকে পদত্যাগে বাধ্য করবে।