এবার মামলায় আসামী মুনতাসীর মামুন ও নিঝুম মজুমদার
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৭:১৮:৫৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ফার্মগেটে বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুক মো. তৌহিদুল হক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। আসামির তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনতাসীর উদ্দিন খান মামুন ওরফে মুনতাসীর মামুন ও সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম মারুফ মজুমদার ওরফে নিঝুম মজুমদারও রয়েছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে মামলাটির আবেদন করেন নিহতের বড় ভাই তারিকুল ইসলাম। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে তেজগাঁও থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।
মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, হাছান মাহমুদ, সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ, বিপ্লব কুমার কুমার সরকার, সাবেক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান প্রমুখ। গত ৪ আগস্ট তেজগাঁও থানা এলাকার ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে সড়কে গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক মো. তৌহিদুল হক।