সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলা আসামি কারাগারে
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৭:৪৪:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনের সময় আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ-এর উপর সন্ত্রাসী হামলার অন্যতম আসামি জিলানীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষ থেকে জামিন আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত জিলানী মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেণের আদেশ প্রদান করেন বিচারক মোহাম্মদ ফারহান সাদিক। আদালতের এমন রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাংবাদিক শহীদনূর ও তার আইনজীবী।
উল্লেখ্য ৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ। এই ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। এই মামলার ১৫ নং আসামি ছিলেন জিলানী মিয়া।