কুলাউড়ার নতুন ওসি বিনয় ভূষন রায়
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৭:৪৫:৫৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায়। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান।
তিনি জানান, কুলাউড়ার ওসি মো. আলী মাহমুদকে শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায়কে কুলাউড়ার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। দ্রুতই তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানান পুলিশ সুপার।