আমার দেশ খুলে দেয়ার দাবীতে সিলেটে মানববন্ধন কাল
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪, ৯:২৭:৪৯ অপরাহ্ন
দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেয়া ও ক্ষতিপূরণ প্রদান, সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং সিলেটে পুলিশের গুলীতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের খুনীদের গ্রেফতারের দাবীতে সিলেটে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে। যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচীকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পাঠকমেলা সিলেটের সভাপতি ডা. হোসাইন আহমদ ও সেক্রেটারী এমজেএইচ জামিল। বিজ্ঞপ্তি