সুনামগঞ্জে পানি বিপদসীমার নীচে, বন্যার শংকা নেই
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৬:১৫:২০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সবকয়টি নদীর পানি বিপদসীমার নীচে। কেবল সিলেটের সীমান্তবর্তী ভারতীয় সীমানার অমলসিদ পয়েন্ট থেকে ভাটির দিকে প্রবাহিত কুশিয়ারা নদীর পানি বেড়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর এবং দিরাই ও শাল্লা উপজেলার কিছু অংশ ঘেঁষে প্রবাহিত কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা’র সংযোগ নদী জগন্নাথপুরের নলজুরে পানি বিপদসীমার নীচে আছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরা বলেছেন, সুনামগঞ্জে বন্যার শংকা নেই। ভারতের ক্রিপুরার পানিতে সুনামগঞ্জ বন্যা কবলিত হবে না।
পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরা জানান, সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে বৃহস্পতিবার দুপুর ১২ টায় পানি ৭৩ সেন্টিমিটার নীচ দিয়ে যাচ্ছিল। এছাড়া ছাতকে সুরমা নদীর পানি ৩১ সেন্টিমিটার নীচে রয়েছে। যাদুকাটায় ১৫৭ সেন্টিমিটার নীচে। এছাড়া সীমান্তের পাটলাই ও চেলা নদীর পানিও বিপদসীমার নীচে রয়েছে। কেবল সিলেটের সীমান্তবর্তী অমলসিদে কুশিয়ারা নদীর পানি ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে এই নদীর ভাটিতে শেরপুরে পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপরে রয়েছে। তবে কুশিয়ারা’র ভাটির দিকে সুনামগঞ্জ অংশে পানি তেমন বাড়েনি।
পাউবো বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বুধবার রাতে দেওয়া তথ্যে সুনামগঞ্জের নাম ভুলে যুক্ত করা হয়েছে বললেন সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তিনি জানান, সুনামগঞ্জে বন্যার কোন আশংকা নেই। ভারতের ত্রিপুরার পানিতে সুনামগঞ্জ বন্যা কবলিত হবার আশংকা কম। গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিও তেমন হয়নি জানিয়ে এই কর্মকর্তা জানালেন, সুনামগঞ্জে গেল ২৪ ঘণ্টায় ৮৫ মিলি মিটার এবং ভারতের চেরাপুঞ্জিতে ৯৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা সুনামগঞ্জের জন্য বন্যা আশংকার নয়।