সুনামগঞ্জে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৬:১৮:০১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : কোন কারণ ছাড়াই সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে বিভিন্ন পদে কর্মরত ৬৪ জনকে চাকরিচ্যুত করায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন ও আরএমও ডাঃ রফিকুল ইসলামের অপসারণের দাবীতে এবং আউটসোর্সিং কর্মীদের কর্মস্থলে পুনর্বহালের দাবীতে চতুর্থদিনের মতো অবস্থান কর্মসূচী ও মানববন্ধন পালন করেছেন চাকুরীচ্যুতরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আউটসোর্সিংয়ের কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে তাদের অবস্থান কর্মসূচী ও মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন আব্দুস শহীদ, সালমা বেগম, তৌহিদ মিয়া, জহির মিয়া, শাহিনা আক্তার কলি, মিজান, তামান্না ও সখিনা বেগম প্রমুখ। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আর এমও ডাঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে করোনাকালীন সময়ে এই সকল কর্মীদের নামে সরকারের বরাদ্দকৃত টাকা আত্মাসাতের বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘুষ দাবীর বিষয়টি অস্বীকার করেন।