তুরুকখলা ইসলামিয়া আলিম মাদরাসায় শিক্ষা বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৬:২৭:০৩ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসায় ১৪তম সিতাব-সুরাইয়া স্মৃতি শিক্ষা বৃত্তি বিতরণ ও আলিম ১ম বর্ষের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার মাদরাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দ্বায়ী সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। প্রধান অতিথির বক্তব্যে সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী বলেন, বর্তমান প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে আলোকিত করতে হলে সন্তানদের কুরআনি শিক্ষা দিতে হবে। কুরআনি আদর্শে অনুপ্রাণিত করতে হবে। একজন মানুষের হৃদয়ে যখন কুরআনের চেতনা থাকবে তখন সে দুর্নীতি করবে না, অন্যায় করবে না, সমাজে অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কাজ করবে না।
তিনি বলেন, ইখলাছের সাথে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। দ্বীনি শিক্ষা কেবল দ্বীনি নয়, সমসাময়িক সমস্যা সমাধানেও এর প্রয়োজন রয়েছে। দ্বীনি শিক্ষার প্রসার, প্রচার-এর মাধ্যমে সুন্দর একটি জাতি গঠন করা সম্ভব।
সভাপতির বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ফাতাহ বলেন, মাদরাসাটি প্রতিষ্ঠার পর হতে ইসলামী আদর্শালোকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে এবং প্রতিটি বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করছে। তাছাড়া বর্তমানে মহিলা মাদরাসার শিক্ষার্থীরা দেশে-বিদেশে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছে।
মাদরাসার শিক্ষক মোঃ আক্কাস আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিতাব-সুরাইয়া স্মৃতি শিক্ষা বৃত্তি’র পৃষ্ঠপোষক ডা. সাইফুল আলম মালেক, মাদরাসার প্রতিষ্ঠাতা মঈন উদ্দিন আহমদ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল নুর আহমদ, মুহাদ্দিস মাওলানা আব্দুল কুদ্দুস। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আলিম ২য় বর্ষের শিক্ষার্থী নাইমা তাকিয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলিম ২য় বর্ষের শিক্ষার্থী তামান্না বেগম।
অনুষ্ঠানে মাদরাসার ৭৯ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ৩৬ হাজার ১শত টাকার শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। পরে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান করেন প্রধান অতিথি সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। বিজ্ঞপ্তি