চেম্বারের পরিচালকের দায়িত্ব থেকে আলীমুল এহছানের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৬:২৯:৩৬ অপরাহ্ন
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আলীমুল এহছান চৌধুরী। তিনি বৃহস্পতিবার (২২ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে পদত্যাগপত্র জমা দেন।আলীমুল এহছান চৌধুরী চলতি ২০২৪-২০২৬ সেশনে ‘দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র একজন পরিচালক হিসাবে মনোনিত হয়ে দায়িত্ব পালন করছিলেন।
পদত্যাগ করার পর তিনি বলেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ব্যবসায়ীদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল ও ব্যবসা-বান্ধব চেম্বার গঠনের লক্ষ্যে আমি আমার পরিচালকের পদ থেকে অব্যাহতি নিয়েছি। আশা করি, অতি শীঘ্রই নির্বাচনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই চেম্বারের পরিচালক পর্ষদ পূনর্গঠনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি ব্যবসায়ীদের স্বার্থে অতীতের ন্যায় সব সময় আপনাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি