বড়লেখার নিম্নাঞ্চল প্লাবিত তলিয়ে গেছে আমন ক্ষেত
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৭:২৯:৫৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় গত তিন দিনের ভারি বর্ষণ, মাঝারি বৃষ্টিপাত আর ভারত থেকে নেমে আসা ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সদ্য রোপিত সহস্রাধিক একরের আমন ধানের ক্ষেত। হাকালুকি হাওরে ক্রমশ বাড়ছে পানি। এতে বড়লেখায় পঞ্চম দফা বন্যার আশংকা দেখা দিয়েছে।
সরেজমিনে জানা গেছে, জুন-জুলাইয়ের চতুর্থ দফার বন্যার পানি এখনও পুরোপুরি নামেনি। এরই মাঝে গত তিন দিনের ভারি বর্ষণ আর সীমান্তের ওপার ভারত থেকে নেমে আসা ঢলে বড়লেখা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত করেছে। মাত্র ৮/১০ দিন আগে রোপিত আমন ধানের সহস্রাধিক একরের ক্ষেত বন্যার পানিতে তলিয়ে গেছে। বর্নি, সুজানগর ও তালিমপুর গ্রামের কয়েকশত বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে। এতে লোকজন দুর্ভোগে পড়েছেন। তবে এখনও কেউ আশ্রয় কেন্দ্রে উঠেননি। সোনাই নদী ও জুড়ী নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই দুই নদীর পানি হাকালুকি হাওরে প্রবেশ করে। এতে বড়লেখায় পঞ্চম দফা বন্যার আশংকা করছেন অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম জানান, বন্যায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে সচেতন করছেন। কিছু বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে। তবে এখনও কেউ আশ্রয়কেন্দ্রে উঠেনি। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে এবং ত্রাণেরও ব্যবস্থা নিচ্ছেন।