জৈন্তায় ৩ প্রধান শিক্ষক সহ ৪ জনের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৭:৪৬:০১ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চার জনকে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অতিরিক্ত টাকা আদায়, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে বিদ্যালয় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষক বিজন চন্দ্র বিশ্বাস ও সহকারি শিক্ষক ক্ষিতীস চন্দ্র সরকারের পদত্যাগসহ নানা স্লোগানে বৃহস্পতিবার সকাল থেকে প্রধান শিক্ষক কার্যালয়ের সম্মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু। পরে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে পদত্যাগে বাধ্য হন প্রধান শিক্ষক বিজন চন্দ্র বিশ্বাস ও সহকারি প্রধান শিক্ষক ক্ষিতীস চন্দ্র সরকার।
এখন পর্যন্ত জৈন্তাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে ৩ জন শিক্ষক পদত্যাগ ও ১ জনকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, উপজেলার বাউরভাগ উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক ও উপজেলার নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন চন্দ্র বিশ্বাস ও সহকারি প্রধান শিক্ষক ক্ষিতীস চন্দ্র সরকার।
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে শালিক রুমাইয়া বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন চন্দ্র বিশ্বাস ও সহকারি প্রধান শিক্ষক ক্ষিতিস চন্দ্র সরকার এবং গত দুই দিনে যারা পদত্যাগ করেছেন আমরা এখন তাদের অনিয়মের তদন্ত কমিটি গঠন করবো। তদন্ত কমিটি প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।