জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পথসভা
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৭:৫৩:৩৬ অপরাহ্ন
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলার উদ্যোগে সিলেটে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় নগরীর কোর্টপয়েন্টে এ পথসভার আয়োজন করা হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরাণ থানা কমিটির সভাপতি খোকন আহমদ এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ প্রমুখ।
নেতৃবৃন্দ শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র সরকার ও সংবিধান প্রতিষ্ঠার প্রত্যয়ে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে এবং দুর্নীতিবাজ লুটেরা এমপি-মন্ত্রী আমলাসহ দলীয় নেতাকর্মীদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও শ্বেতপত্র প্রকাশ করে শাস্তির দাবি জানিয়ে আগামী ২৫ ও ২৮ আগস্ট যথাক্রমে কদমতলী পয়েন্ট ও আম্বরখানা পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি