সেন্ট্রাল ডেন্টাল কলেজের বিডিএস ১ম বর্ষের পরিচিতি সভা
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৭:৫৯:৩২ অপরাহ্ন
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিডিএস ১ম বর্ষের প্রারম্ভিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের লেকচার হলে এ সভার আয়োজন করা হয়।কলেজের চেয়ারম্যান ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহারের সভাপতিত্বে ও ডেন্টাল পাবলিক হেলথের সহকারী অধ্যাপক ডা. ফারিজা সাবরীনার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসান কয়েস লোদী, আল আমিন এসোসিয়েটস এর ফিন্যান্স ডিরেক্টর ডা. সোলাইমান আহমদ। বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ ডা. এম এ রকিব, জেনারেল এনাটমি বিভাগের হেড অব এনাটমি প্রফেসর ডা. নাজমা বেগম, ডা. রুবেল আহমেদ, ডা. মুশফিকুল হাসান, অভিভাবকের মধ্যে শাহজালাল ইউনিভার্সিটির প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা জাতির মেরুদন্ড। তারা জাতির প্রত্যাশা পূরণে অনেক মানবিক হবে। শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ ও নেতৃত্বগুণ থাকতে হবে। তবেই তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে বাংলাদেশকে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলবে। বিজ্ঞপ্তি