বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৮:০১:৫৭ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক বৃহস্পতিবার বাদ যোহর সিটি কর্পোরেশনের নিচ তলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের আহবায়ক দিলার আহমদের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজমুদ্দিন কাসেমী। এসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জসহ সারাদেশে বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশন আহবায়ক কমিটির সদস্য মাহবুব আহমদ চৌধুরী, আহমদ হোসেন রেজা, রুহেল আহমদ ফেরদৌস, ঠিকাদারবৃন্দের মধ্যে শফিকুর রহমান চৌধুরী, হেলাল আহমদ, জয়নাল আহমদ রুনু, জহির আহমদ তুহিন, রাখাল দেব, এনায়েত হোসেন মনি, নাদির খান, অনি আহমদ, লিমন আহমদ, অরুন দেবনাথ, পাপ্পু আহমদ, রাসেল আহমদ, মামুন আহমদ, দিপন আহমদ, বেলায়েত হোসেন মোহন, ফাহাদ আহমদ, হিফজুর রহমান, কামাল আহমদ, অলি চৌধুরী, নাজিম উদ্দিন পান্না, ঝুমুক দেব, শাকিল আহমদ, জাহেদ আহমদ, শামীম আহমদ, রায়হান আহমদ, ইজ্জাদুর রহমান মুন্না, সনি আহমদ, সামাদ আহমদ, মুনতাসির রাজু, জাহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি