সাংবাদিক দম্পতি শাকিল-রুপা রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৮:৫৮:১০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আহমেদ হুমায়ুন কবির এ আদেশ দেন। রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের ১০ দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশের উপপরিদর্শক মো. মোহাইমিনুর রহমান।
এর আগে বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে হস্তান্তর করে।