বাংলাদেশে সাংবাদিকদের কাজের স্বাধীনতার আহ্বান জাতিসংঘের
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৯:২৬:০৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণের ওপর জোর দিয়ে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, বিশ্বের যে কোনো দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও মঙ্গল ওইসব দেশ, বিশেষ করে যেসব দেশগুলো একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা ও ভাঙচুরের বিষয়ে এক সাংবাদিক তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মুখপাত্র বলেন, সাংবাদিকদের তাদের কাজ স্বাধীনভাবে করার সুযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা করে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রসঙ্গত, গত সোমবার বিকেলে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটাল অফিসে ঢুকে ভাংচুর করে। তারা ভবনের টেবিল, কম্পিউটার ও এসিও ভাংচুর করে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি পাশাপাশি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ২৪, নিউজ২৪, টি স্পোর্টস এবং ক্যাপিটাল রেডিও অফিস রয়েছে। দুর্বৃত্তরা এসময় অফিস চত্বরে পার্ক করা ২০-২৫টি গাড়িও ভাঙচুর করে বলে জানা যায়।