কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ৯:৪০:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: অবশেষে পদত্যাগ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. জামাল উদ্দিন ভূঞা। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপাচার্য নিজেই তাঁর পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই বিষয়ে সদ্য বিদায়ী উপাচার্য মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়েছি।’ এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। এ নিয়ে তাঁরা একাধিক কর্মসূচিও পালন করেছে।
ওই সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছিলেন, উপাচার্য নানা অনিয়ম, দুর্নীতি করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। তাঁর স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অনেক ঘটনা রয়েছে।