সিসিক ঠিকাদার এসোসিয়েশন নির্বাচন ২৮ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪, ৬:১৮:০৭ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সিসিকের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ওয়েলফেয়ার এসোসিয়েশের আহবায়ক দিলার আহমদের সভাপতিত্বে সভায় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ ঠিকাদারবৃন্দদের সাথে মতবিনিময় করা হয়। সভায় সাধারণ ঠিকাদারদের মতামতের ভিত্তিতে ওয়েলফেয়ার এসোসিয়েশের আগামী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সকল সাধারণ ঠিকাদারের মতামতের ভিত্তিতে আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার ভোট গ্রহণের তারিখ ধার্য্য করা হয়। উক্ত সাধারণ সভায় সকলের মতামতের মাধ্যমে আহমদ হোসেন রেজাকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন- মো. জহির হুসেন তুহিন, রাখাল দেব, নাদির খান, মাছুম ইফতেখার রসুল শিহাব, গোলাম রহমান চৌধুরী জাহেদ ও ইজ্জাদুর রহমান মুন্না। উক্ত নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া ও নিয়মাবলি সাধারণ ঠিকাদারদের কাছে যথাসময়ে প্রকাশ করবেন। বিজ্ঞপ্তি