ইলিয়াস আলীর সন্ধান কামনায় উলামা দলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪, ৬:২৫:৫৬ অপরাহ্ন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় সন্ধান কামনায় সিলেট জেলা ও মহানগর উলামা দল এর পক্ষ থেকে শাহজালাল রহঃ দরগাহ জামে মসজিদে বৃহস্পতিবার বাদ আসর খতম কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকি, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি উসমান গনী, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন, সিলেট মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি খসরু মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপি সহ সভাপতি আব্দুল মতিন মেম্বার, সিলেট জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এম.এম কামাল উদ্দিন, মহানগর ওলামা দলের সভাপতি হাফিজ কবির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সজিব আহমদ, মাওলানা আজমল আলী, মাওলানা দুলাল মিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, এম. ইলিয়াস আলীর সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা কবির আহমদ। বিজ্ঞপ্তি