শিক্ষানুরাগী এহিয়া চৌধুরী’র মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪, ৬:২৮:০১ অপরাহ্ন
দক্ষিণ সুরমার লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি, শিক্ষানুরাগী ফজলুল গনি চৌধুরী (এহিয়া চৌধুরী)’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, লালাবাজার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোহিত, ব্যবসায়ী জুবায়ের আহমদ।
উপস্থিত ছিলেন লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জালাল উদ্দীন, সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন, সীমা রানী দাস, জিয়াউর রহমান, মতিউর রহমান, শহিদুল ইসলাম, নিখিল কর্মকার ও আশিকুর রহমান।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খয়রুল ইসলাম। বিজ্ঞপ্তি