ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে নাগরিক আলেমসমাজের গণবিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪, ৭:৪৩:১৯ অপরাহ্ন
কোনো ধরনের সতর্কবার্তা ছাড়া রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে জলযুদ্ধ ঘোষণা করেছে বলে মনে করে নাগরিক আলেমসমাজ। বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আন্তর্জাতিক নদীগুলোতে আধিপত্যবাদী বাঁধ নির্মাণ ও রাজনৈতিক প্লাবনের প্রতিবাদে ‘ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে গণবিক্ষোভে’ বক্তারা এ মন্তব্য করেন।
গণবিক্ষোভ কর্মসূচিতে আলেম-ওলামা, লেখক-সাহিত্যিক, শিক্ষক-সাংবাদিক, ব্যবসায়ী-পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণীর নাগরিকরা অংশ নেন। গণবিক্ষোভ থেকে ৩ দফা গণঘোষণা, ৫ দফা গণকর্মসূচি ও ১০ দফা গণআহবান ঘোষণা করেন নাগরিক আলেমসমাজের প্রধান সমন্বয়ক লেখক ও সাংবাদিক নোমান বিন আরমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতের রাজনৈতিক প্লাবনে বাংলাদেশের জনজীবন বিপন্ন। লাখো মানুষের সহায়-সম্পদ ও বসতবাড়ি বানের পানিতে ভেসে গেছে। একটি দেশের জনগোষ্ঠির বিরুদ্ধে এমন জলযুদ্ধ গণহত্যার সমতুল্য।
নাগরিক আলেমসমাজের সমন্বয়ক লেখক হুসাইন ফাহিমের সঞ্চালনায় গণবিক্ষোভে বক্তব্য রাখেন মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা মনজুরে মাওলা, সাংবাদিক ফায়যুর রাহমান, মাওলানা সাদিকুর রাহমান, মাওলানা ফয়জুল হক, মাওলানা রশিদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সালমান মুহাম্মাদ নাবিল। সমাপনী মুনাজাত করেন মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী।
বক্তারা পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতকে ‘ফাদার অব স্বৈরাচার’ আখ্যা দিয়ে বলেন, ভারতের সঙ্গে নদী, সীমান্ত, বন্দর, রেল ও সড়কপথসহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি-সমঝোতা পুনর্মূল্যায়ন করার সময় এসেছে। তারা বলেন, অভিন্ন নদীগুলোতে একতরফা বাঁধ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এ জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক ফোরামে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভারতসৃষ্ট বন্যায় বিপন্ন মানুষকে দ্রুত উদ্ধার ও পূনর্বাসনের আহবান জানানো হয়।
গণবিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক আলেম সমাজের সমন্বয়ক মাওলানা কবির আহমদ খান, মাওলানা হাসান ফয়েজ, লেখক হক নাওয়াজ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা বাহাউদ্দিন আরমান, লেখক ইবাদ বিন সিদ্দিক, কবি সাইয়্যিদ মুজাদ্দিদ, মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল, মাওলানা মঈনুল হক, মাওলানা ইমদাদ বিন সাজিদ, মাওলানা মিনহাজুস সিরাজ, তরুণ এক্টিভিস্ট ইসহাক কুরেশী আকিব, তরুণ আলেম হাফিজুর রহমান, তাকি নাওয়াজ ফাইজান, জুবায়ের আহমদ, লেখক মুহাম্মাদ আব্দুল কাদির প্রমূখ। সংগঠনের পক্ষ থেকে গণবিক্ষোভের ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে গণ কর্মসূচী ও গণআহ্বান ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি