অধ্যাপক ডাঃ দেওয়ান আলী হাসানকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪, ৭:৪৫:৫৩ অপরাহ্ন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ দেওয়ান আলী হাসান চৌধুরী-এর লিখা অধ্যায় ইন্টারন্যাশনাল টেক্সটবুকে অন্তর্ভূক্ত হওয়ায় বৃহস্পতিবার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃক তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ ফজলুর রহিম কায়সার, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মাহজুবা উম্মে সালাম এবং অধ্যাপক ডাঃ মোঃ ইসমাঈল পাটওয়ারী। এছাড়াও অন্যান্য বিভাগের অধ্যাপক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্রমতে সম্প্রতি প্রকাশিত Post Graduation Surgery Vol-1 বইতে অধ্যাপক ডাঃ দেওয়ান আলী হাসান চৌধুরী অAbdominal Wall, Umbilicus, Peritoneum, Retroperitoneum Omentum and Mesentery সংক্রান্ত অধ্যায় অন্তর্ভূক্ত হয়। পূর্বে ও আরেকটি অধ্যায় Textbook of Emergency Medical Vol-2 এ প্রকাশিত হয়।
উল্লেখ্য যে, অধ্যাপক ডাঃ দেওয়ান আলী হাসান চৌধুরী দীর্ঘদিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ১৮ সেপ্টেম্বর ২০২২ সালে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৩ সালের ফেব্রুয়ারীতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। বিজ্ঞপ্তি