জৈন্তায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪, ৮:০১:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নাঈম আহমদ (২২) নামের এক যুবকের মুত্যু হয়েছে। শুক্রবার সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইউনুস আলী।
স্থানীয় বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনায় ঘটে। পরে গুরুতর আহতবস্থায় ঐ যুবককে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।