গোয়াইনঘাটে পানি আগ্রাসনের বিরুদ্ধে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪, ৮:৪৯:২৮ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার আছরের নামাজের পরে গোয়াইনঘাট মডেল স্কুল রোড থেকে মিছিল শুরু হয়ে গোয়াইনঘাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সবজি বাজারে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া বলেন, ভারত বাংলাদেশকে কখনও বন্ধু রাষ্ট্র মনে করেনি, তারা আমাদেরকে ভাতে মারতে চায়। আজ থেকে ভারতের পেটে লাথি মারতে হবে। তাদের সব ধরণের পণ্য বয়কট করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের একটি বিশেষ দলকে ক্ষমতায় বসিয়ে তাদের দিয়ে এই বাংলাদেশকে শোষণ করতে চেয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা সেই চক্রান্ত রুখে দিয়েছে। এ সময় তিনি ভারতীয় পানি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন। বিক্ষোভ মিছিলে ইসলামী ছাত্র মজলিস, যুব মজলিস সহ খেলাফত মজলিসের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি