ব্যবসায়ীদের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪, ৮:৫৪:০৭ অপরাহ্ন
সিলেট চেম্বারের পকেট কমিটি ভেঙ্গে নতুন নির্বাচন দিন
সিলেটের প্রতিনিধিত্বশীল ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে নগরীর একটি রেষ্টুরেন্টের হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল।
ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দোকান মালিক সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন, হযরত শাহজালাল দরগাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মুমিন মল্লিক, আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, স্বাদ এন্ড কোং এর নুরুল আলম, বসুন্ধরা মটরস এর জুবায়ের রকিব চৌধুরী, মহানগর দোকান মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ, হযরত শাহজালাল দরগা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু ও লালদিঘী হকার্স মার্কেট সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিগত স্বৈরাচারী সরকার নগ্ন দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তাদের ভয়াল থাবা থেকে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্সও রক্ষা পায়নি। দুইজন শীর্ষ আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে কোন ধরণের নির্বাচন ছাড়া সিলেকশনের মাধ্যমে চেম্বারের পকেট কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সিলেটের ব্যবসায়ীদের অধিকার ক্ষুন্ন করা হয়েছে।
পছন্দের দলীয়দের দিয়ে গঠিত পকেট কমিটি বিগত সময়ে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা লুটপাটের মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করেছেন। ইতোমধ্যে চেম্বার থেকে এক পরিচালক পদত্যাগ করেছেন। আরো অনেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাই এই পকেট কমিটি রাখার কোন সুযোগ নেই।
৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে আওয়ামী স্বৈরাচারী শাসনের সমাপ্তি ঘটেছে। এমন পরিস্থিতিতে তাদের গঠিত অবৈধ পকেট কমিটি থাকার কোন যৌক্তিকতা নেই। অবিলম্বে পকেট কমিটি ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ঐতিহ্যবাহী সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র নতুন কমিটি গঠন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি