গহরপুর ব্লাড ফাইটার্স এর ডাস্টবিন স্থাপন
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪, ৮:৫৬:৫৫ অপরাহ্ন
‘যত্রতত্র ময়লা না ফেলি, পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত বাজার গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে রক্তদান সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্স এর উদ্যোগে শুক্রবার বাদ আছর বালাগঞ্জ উপজেলার দেওয়ান ইউনিয়নের স্থানীয় মোরার বাজারে বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রবাসী গহরপুর ব্লাড ফাইটার্স এর অর্থায়নে ডাস্টবিন স্থাপন করা হয়।
গহরপুর ব্লাড ফাইটার্সের সভাপতি মোশাররফ হোসেন কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলির সদস্য এমদাদুর রহমান জাকির, প্রবাসী সদস্য রাজুল ইসলাম, রায়হান আহমদ, জালাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, গহরপুর ব্লাড ফাইটার্সের কার্যনির্বাহী সদস্য সুমন আহমদ, কার্যনির্বাহী সদস্য ওবায়দুর রহমান রাজন, জাহিদ হাসান, কামরুল হোসেন, মাহদি চৌধুরী, ইফতেয়ার হোসেন জুবেল, ফারহান আহমদ চৌধুরী, শাহজাহান আহমদ, আব্দুল মোক্তাদির নাহিদ, সাইফুল ইসলাম, তাজুয়ার আহমদ তানিম, আবু সুফিয়ান, সাগর, ইব্রাহীম, জাবির, নাঈম, আবিদ, এমাদ, রাসেল, সাকিব (১), সাকিব (২), আবু সুফিয়ান, সজিব, মাহফুজ, মিনহাজ, মুরাদ, নাহিদ, জামিল, হাবিব, জাবেদ, মাহদি, ফাহিম, রাসেল(২), মাহফুজ, আবু সুফিয়ান, শাহ জাহান সাব্বির রাহি, মিসবাহ প্রমুখ। বিজ্ঞপ্তি