বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৪, ৯:২০:৩৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজানের পানিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। যার প্রভাব পড়েছে সারা দেশে। এ পরিস্থিতিতে আক্রান্ত এলাকাগুলোতে সব স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞতিতে জানানো হয়, আক্রান্ত এলাকায়গুলোতে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিম, পর্যাপ্ত ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং অ্যান্টিভেনমসহ অন্যান্য জরুরি ওষুধ মজুদ আছে। একইসঙ্গে বন্যাকবলিত এলাকার সব স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে বন্যাবিষয়ক কন্ট্রোল রুম খোলা হয়েছে যার মাধ্যমে দেশের সকল স্বাস্থ্য স্থাপনা সার্বক্ষনিক সংযুক্ত আছে। স্বাস্থ্য অধিদপ্তরে বন্যা বিষয়ক কন্ট্রোল রুম নম্বর – ০১৭৫৯১১৪৪৮৮