মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সুনামগঞ্জে সুজন এর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ৭:৪৮:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: শনিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা সুজনের সহসভাপতি শাহীনা চৌধুরী রুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শাহিনুর রহমান, এ্যাডভোকেট মহসিন রেজা মানিক, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হেলেনা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক, সদর উপজেলা কমিটির সভাপতি ফারুক রশিদ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহিনুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কন্যাশিশু এ্যাডভোকেসি ফেরাম সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌর সভার নারী কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, সীমা ভট্টাচার্য্য, প্রভাষক কামাল আহমদ, প্রভাষক মানিক উল্লাহ, সামরুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে পনেরো বছরের আওয়ামী শাসনের অবসান ঘটেছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। আমরা সুজন-এর পক্ষ থেকে দীর্ঘদিন থেকে রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছি। অন্তর্র্বতীকালীন সরকারের কাছেও আমরা রাষ্ট্র সংস্কারের দাবি জানাচ্ছি।