ইস্ট ওয়েস্ট মিডিয়াগ্রুপের প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ৮:০৭:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যমগুলোতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। আগামীতে যাতে আর কোন দুর্বৃত্ত গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের উপর হামলা না করতে পারে তার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেনরায়, জেলা প্রেসক্লাব সুনামগঞ্জের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এডভোকেট একেএম মহিম, সময় টিভির স্টাফ রিপোর্টার হীমাদ্রী শেখ ভদ্র, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ঝুনু চৌধুরী, মোহনা টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি ও দৈনিক জালালাবাদ এর জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, সুনামগঞ্জের সময় সম্পাদক ও জিটিভির প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, মানবাধিকার সংগঠন অধিকারের জেলা প্রতিনিধি ও সাংবাদিক মো. আমিনুল হক, সাংবাদিক শাহাবুদ্দিন আহমদ, আরটিভির জেলা প্রতিনিধি শহিদূর আহমেদ, সাংবাদিক একে কুদরত পাশা, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ, সাংবাদিক ফরিদ মিয়া, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, সাংবাদিক আব্দুল কাইয়ুম, সাংবাদিক মোশফিকুর রহমান স্বপন, সাংবাদিক মোশাহিদ আহমদ প্রমুখ। পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নূরুল হাসান আতাহার, ফজলুল করিম সাঈদ, জিয়াউর রহমান জিয়া, নোমান আহমদ প্রমুখ।