নারীর প্রতি সকল সহিংসতা বন্ধ করুন: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ৮:৫০:০৬ অপরাহ্ন
ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলার উদ্যোগে শনিবার (২৪ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলার আহ্বায়ক মাসুমা খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, মহিলা ফোরামের কলি আক্তার, শিউলি আক্তার, অর্চিতা শর্মা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, নারী নির্যাতন সমাজ বিচ্ছিন্ন কোন বিষয় নয়। যে সমাজে বৈষম্য প্রকট, সে সমাজে নির্যাতন একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। নারী নির্যাতন প্রতিরোধ দিবস এই অন্যায়কে গুড়িয়ে দেয়ার শিক্ষা দিয়ে যায়। নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ প্রয়োজন।