রাজনগরে বন্যার্তদের মাঝে অযাচক আশ্রমের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪, ৮:৫১:৪৬ অপরাহ্ন
রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে অযাচক আশ্রম বাংলাদেশ কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ আগষ্ট শনিবার দুপুর ১২টায় উপজেলার টেংরা ইউনিয়নের সনাতন ধর্ম মন্দিরে বন্যা দুর্গত বিভিন্ন ধর্মাবলম্বী ১৫০ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, চিড়া ও মুড়ি বিতরণ করা হয়। অযাচক আশ্রম বাংলাদেশের পক্ষে এসব ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজনগর থানার সাবেক অফিসার ইন চার্জ (ওসি) শ্যামল বণিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রামানন্দ দেবনাথ, শিক্ষক বাসুদেব পাল, টেংরা ইউপির সাবেক সদস্য সেলিম আহমদ, বর্তমান ইউপি সদস্য মতিন মিয়া, রাজনগর ইউপি সদস্য এনামুল হক চৌধুরী, অখন্ড মন্ডলীর মৌলভীবাজার, হবিগঞ্জ কমিটির সভাপতি অজিত দাশ, অখন্ড মন্ডলীর সিলেট-সুনামগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র সরকার, অখন্ড ইন্দ্রজিৎ দেব, অখন্ড সবুজ ধর, অখন্ড সেন্টু কুমার দত্ত, অখন্ড পার্থ ধর চৌধূরী, জয়ব্রত বিশ^াস চঞ্চু, রবেন্দ্র বর্ধন, টিংকু দাশ পুরকায়স্থ, মানস চক্রবর্তী প্রমুখ।